এক নজরে মানিকগঞ্জ জেলা পরিষদ
১। জেলা পরিষদ অফিসের অবস্থান : উত্তর সেওতা (ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড হইতে
৫০০ মিটার দক্ষিণে ওয়ারলেজগেইট রাস্তার
পূর্বপার্শ্বে) মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।
২। মানিকগঞ্জ জেলা পরিষদ প্রতিষ্ঠাকাল : ১৯৮৮ইং।
৩। জেলা পরিষদ অফিসের আয়তন : ২.৫০ একর ।
৪। উপজেলার সংখ্যা : ০৭টি ।
৫। ডাকবাংলোর সংখ্যা : ০৭টি (তিনটি আধুনিক ও চারটি সাধারণ) ।
৬। অডিটরিয়াম : ০২টি
(১) ৩০০ আসন বিশিষ্ট ১টি অডিটরিয়াম কাম
কমিউনিটি সেন্টারটি জেলা পরিষদ অফিস
চত্বরে অবস্থিত।
(২) ৫০০ আসন বিশিষ্ট ঘিওর উপজেলায়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেকা্র সংলগ্ন অবস্থিত।
৭। যাদুঘর : ১টি (ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার
ও স্মৃতি জাদুঘর) সিঙ্গাইর উপজেলাস্থ রফিক নগরে অবস্থিত।
৮। যাত্রী ছাউনী : ৫টি।
৯। খেয়াঘাট : ৪টি।
১০। পুকুর : ৮টি।
১১। সম্পত্তির পরিমান : ২৯২.৯২ একর
১২। বাসভবন : ৩টি
১৩। অগ্রানোগ্রামভুক্ত কর্মকর্তা : ৪ জন ।
১৪। কর্মচারী : ৩৮জন ।